3:03 pm , October 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মুজিববর্ষে প্রতিশ্রুতি জোরদার করি, দুর্যোগ প্রস্তুতি স্লোগান নিয়ে নগরীতে আলোচনা সভা ও মহড়া হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ নাসির উদ্দীন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় প্রমুখ। আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তাদের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর পরিবেশনায় ভূমিকম্প, অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।