মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে - ajkerparibartan.com
মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে

2:51 pm , October 12, 2021

মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে সংস্কৃতিক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ॥ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মৃৎশিল্প আমার দেশের ঐতিহ্য, একে বাচিয়ে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। তাহলে যেমন পরিবেশ বাঁচবে, তেমনি মৃৎশিল্পের সাথে জড়িত হাজারো মানুষ বাঁচবে। গতকাল মঙ্গলবার নগরীতে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদানের ১৩তম এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, শিল্পানুরাগী ময়নুল আবেদিন, সনাক সভাপতি শাহ সাজেদা ও মৃৎশিল্পী সম্মেলন ও সন্মাননা প্রদান সংগঠনের আহবায়ক সুশান্ত ঘোষ। অনুষ্ঠানে বক্তারা আধুনিকতার প্রতি জোর দিয়ে মৃৎশিল্পীদের যথাযথ প্রশিক্ষণ দেয়ার দাবি তোলেন। পাশাপাশি মৃৎশিল্পীদের পণ্য বাজারজাত করনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে আজীবন ক্যাটাগরিতে গৈলা গ্রামের জয়দেব পালকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃৎশিল্প সম্মাননা ও মাদারীপুরের কালকিনী উপজেলার ডাসার গ্রামের উমা রানী বিশ্বাসকে শিল্পী চিত্ত হালদার সম্মাননাসহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জনকে সম্মননা ক্রেস্ট, নগদ পাচ হাজার টাকা ও বস্ত্র প্রদান করা হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতার ১৬ চিত্রশিল্পীকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও রাজশাহী, নওঁগা, টাঙ্গাইল, ফরিদপুর ও রাজবাড়ি থেকে প্রায় দুইশত মৃৎশিল্পী অংশগ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT