ভালো পারফরমেন্সে রয়েছে উন্নত পুরস্কার-পুলিশ কমিশনার ভালো পারফরমেন্সে রয়েছে উন্নত পুরস্কার-পুলিশ কমিশনার - ajkerparibartan.com
ভালো পারফরমেন্সে রয়েছে উন্নত পুরস্কার-পুলিশ কমিশনার

4:00 pm , October 9, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়েছে। গতকাল শনিবার মহানগর পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন “ভালো পারফরম্যান্সে রয়েছে উন্নত পুরস্কার। গাফিলতির কারণে কঠোর বিভাগীয় ব্যবস্থা। তিনি সভায় বিগত মাসের খাতওয়ারী অপরাধ চিত্র’র সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা দেন।
গুরুত্বপূর্ণ মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি দানে জোর তাগিদ দিয়ে বলেন, সেবা প্রদানে আরও দক্ষতা, পারদর্শিতা বাড়াতে হবে, সাজা ও ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে।এক্ষেত্রে ভালো পারফরম্যান্স এ উন্নত পুরস্কারের যেমন দিয়ে থাকি, কোন অফিসারের মামলা তদন্ত ও নিষ্পত্তিতে গাফিলতি পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ মনজুর রহমান পিপিএম-বার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT