3:10 pm , October 7, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের উপ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর পদে জয়ী হয়েছেন মোঃ জাহিদ হোসেন। ঘুড়ি প্রতিক নিয়ে তিনি ১ হাজার ৬৯২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন লাটিম প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৭৪ ভোট। এছাড়া ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ুন কবির পেয়েছেন ৬৮৩ ভোট। সন্ধ্যার আগেই চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন রিটার্নী কর্মকর্তার দায়িত্বে থাকা বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ নুরুল আলম।
এর আগে সকাল ৮ টায় শুরু হয় ২৮ ওয়ার্ডের উপ নির্বাচনের ভোট গ্রহন। ইভিএম পদ্বতিতে ৩ টি কেন্দ্রে এ ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত। ওয়ার্ডে ৭ হাজার ২১২ জন ভাটারের মধ্যে ভোট দেন ৩ হাজার ৯৪৯ জন। শতকরা হিসাবে যা মোট ভোটের ৫৫ ভাগ।
রিটার্ণিং অফিসার জেলা নির্বাচন অফিসার মোঃ নুরুল আলম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। নিবার্চন প্রতিদ্বন্দ্বীতামূলক হয়েছে জানিয়ে তিনি বলেন বিজয়ী ও নিকটতম প্রার্থীও মধ্যে মাত্র ১১৮ ভোটের ব্যবধান।
নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলো। শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়াইয়ে ছিলো মাত্র ৩ জন। উল্লেখ্য ২০২০ সালের ১১ ডিসেম্বর ওই ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর কবির মৃত্যুবরন করেন। এর পর ওয়ার্ডটি শুন্য ঘোষনা করা হয়।