3:28 pm , October 6, 2021

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ছাত্র লীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত।
বুধবার সকালে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এসময় অভিভাবকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।
এর আগে উপজেলা শহরে বিভিন্ন সড়কে বিশাল শো-ডাউন করেন আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সাগর সেরনিয়াবাত। ওই শো-ডাউনে গৈলা ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের অন্তত পাঁচ সহ¯্রাধিক নেতা কর্মীরা অংশ গ্রহন করে।
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা সাগর সেরনিয়াবাত বলেন- তিনি দলের বিপক্ষে নয়, তবে ব্যক্তির বিপক্ষে। দল এমন একজনকে মনোনয়ন দিয়েছে যা ভোটারসহ সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাই সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ গ্রহন করছেন।