কলাপাড়া থেকে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার কলাপাড়া থেকে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার - ajkerparibartan.com
কলাপাড়া থেকে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

3:15 pm , October 6, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়া পৌরশহরের নতুন কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছোপসহ দুই ব্যবসায়িকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। বুধবার দিবাগত রাতে বিসিজি সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক এবং বিসিজি স্টেশন নিজামপুর কোস্টগার্ড সদস্যের যৌথ অভিযানে কচ্ছোপ ব্যবসায়ি মো. তোতা আকন এবং তার ছেলে মো. রুবেল আকনকে আটক করে। কোস্টগার্ড কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত ৫৪টি কচ্ছোপ এবং দুই ব্যবসায়িকে কলাপাড়া বন কর্মকর্তার কাছে হস্তান্তর করে। উপজেলা বন কর্মকর্তা আঃ সালাম মিয়া এঘটনায় অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে বন্য প্রানী সংরক্ষণ আইনের আওতায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে জব্দকৃত কচ্ছোপ গুলো আন্ধারমানিক নদে অবমুক্ত করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এব্যাপারে কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জসীম বলেন, মামলার আসামীদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT