2:50 pm , October 5, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষা বোর্ডে ২০২১ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। তবে গত বছরের চেয়ে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়নি। ফলে যথারীতি বরিশাল বোর্ডে এবারও মোট কেন্দ্রের সংখ্যা ১৭৮ টি। গতকাল কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী এবারও বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৩ টি কেন্দ্র রাখা হয়েছে। এর পরই অবস্থান পটুয়াখালী জেলার। এ জেলায় রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ টি কেন্দ্র। এছাড়া ভোলা জেলায় ২৩ টি,বরগুনা ও পিরোজপুরে ২২টি করে এবং ঝালকাঠি জেলায় মোট ১৭ টি কেন্দ্র রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রের নিজস্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসন ব্যবস্থা পাশর্^বর্তী ভিন্ন ভেন্যুতে করতে হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত ওই তালিকায় উল্লেখ করা হয়েছে শুধু মাত্র ২০২১ সালের জন্য এই তালিকা বলবৎ থাকবে। তিনি বলেন গত বছরের চেয়ে এবার কেন্দ্র বাড়ানো কিংবা কমানো হয়নি।