নিষেধাজ্ঞার শেষ দিনে পোর্ট রোড বাজারে ক্রেতাদের ভিড় নিষেধাজ্ঞার শেষ দিনে পোর্ট রোড বাজারে ক্রেতাদের ভিড় - ajkerparibartan.com
নিষেধাজ্ঞার শেষ দিনে পোর্ট রোড বাজারে ক্রেতাদের ভিড়

3:08 pm , October 3, 2021

মাত্র ২২ দিনের নিষেধাজ্ঞা হলেও ক্রেতাদের দেখে মনে হয়েছে নিষেধাজ্ঞার সময়কাল আগামী ২২ বছর

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত শুরু হচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। ইলিশকে স্বাচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা ২২ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গতকাল রোববার শেষ দিনে নগরীর পোর্টরোড ইলিশ মোকামে সব ধরনের ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। মাত্র ২২ দিনের নিষেধাজ্ঞা হলেও ক্রেতাদের ইলিশ ক্রয়ের জন্য হুমরি খেয়ে পড়ার দৃশ্য দেখে মনে হয়েছে নিষেধাজ্ঞার সময়কাল ২২ বছরের। শেষের দিনে দাম হয়ত কম হবে, এমন ধারনায় খুচরা ক্রেতারা ভিড় করলেও মূল্য ছিল অনেকটাই বেশি। রপ্তানীর উদ্দেশ্যে পাইকারী দাম ছিল আগের মতো। মাছের আমদানী শেষ দিনে খুব ভাল না হলেও তা গত কয়েক দিনের তুলনায় বেশিই ছিল। সরকারের সিদ্ধান্তকে শতভাগ সম্মান করে ইলিশ মোকামের সংশ্লিষ্টরা শেষ দিনে বেচাকেনা করেছে তাদের মতো করে। আগামী ২২ দিন তারা শিকার, বিপনন, বাজারজাতকরন থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন। তবে শেষ দিনে মোকামে খুচরা ক্রেতাদের ভিড়ে অনেকেই জানিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। ইলিশ এর জন্য করোনার এই সময়ে ভিড় করা আসলে নির্বোধের আচরন বলে মনে করেন সচেতন বাসিন্দারা। শেষ দিনে ইলিশ মোকামে গিয়ে দেখা গেছে সেখানে তিল ধারণের ঠাঁই নেই। এদের বেশিরভাগই ছিল খুচরা ক্রেতা। এদের মধ্যে সকলেই শেষ দিনে কম মূল্যে ইলিশ কিনতে এলেও তা পারেননি। খুচরা বাজারে দেড় কেজি সাইজের ইলিশের কেজি বিক্রি হয়েছে ১৫শ টাকা, ১ কেজি ২শ গ্রাম সাইজের ইলিশ কেজি বিক্রি হয়েছে ১২/১৩শ টাকা, ১ কেজি সাইজের ইলিশের কেজি বিক্রি হয়েছে হাজার টাকায় এবং এলসি সাইজের ইলিশের কেজি বিক্রি হয়েছে ৭শ থেকে ৯শ টাকায়। খুচরা বিক্রেতা শিবু জানায়, শেষ দিনে আগের দিনের তুলনায় বেশি এসেছে। সকল সাইজের ইলিশ ছিল। ক্রেতারা মূলত কম দামে মাছ কেনার সুযোগ নিতে ভিড় করেছিল। তবে কম দামে বিক্রি করা সম্ভব হয়নি মাছের আমদানি কম হওয়াতে। পোর্টরোড সাততলা ঘাট সংলগ্ন সেকান্দার আলী সিকদার মৎস আড়তের স্বত্বাধিকারী শাকিল জানান, গতকাল শেষ দিনে সকালে দুটি বোট আসে ঘাটে। বিকেলে দুএকটি বোট মাছ নিয়ে আসার কাথা ছিল। মাছের আমদানি গত কয়েক দিনের তুলনায় শেষ দিনে একটু ভাল ছিল। পাইকারী মূল্যে কোন পরিবর্তন আসেনি। তিনি বলেন, দেড় কেজি ওজনের ইলিশের মন গতকাল ছিল ৫৫ হাজার টাকা, ১ কেজি ২শ গ্রামের মন ৫০ হাজার টাকা, ১ কেজি সাইজের ইলিশের মন ৪৮ হাজার টাকা এবং এলসি সাইজের ইলিশের মন ৪০ হাজার টাকায় বেচাকেনা হয়েছে। আজ থেকে তাদের ২২ দিনের জন্য সব ধরনের কর্মকান্ড বন্ধ রাখবেন। শেষ দিনের বেচাকেনা বা মাছের আমদানীতে তুলনামূলক সন্তষ্টি জানিয়েছেন এই আড়ৎদার। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ইলিশ কিনতে ভিড় করা এক ক্রেতার সাথে আলাপে জানান, মূলত শেষ দিনে কম দামে ইলিশ কেনার জন্যই এত ভিড়। ২২ দিন ইলিশ না খেলে আসলে কারোর কিছু হবে না। তার পরেও মানুষ ইলিশের লোভে এখানে মাছ কিনতে চলে এসেছেন বলেন তিনি। যে আশা নিয়ে এসেছিলেন। সেই কম দাম না হওয়ায় ইলিশ না কিনে ফিরে গেছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT