2:58 pm , October 3, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নিউ সার্কুলার রোডের বাসিন্দা সাবেক তহশিলদার মরহুম মো. ফরিদউদ্দিনের স্ত্রী মোসামাৎ সুফিয়া বেগম ইন্তেকাল করেছেন। গতকাল রোববার নিউ সার্কুলার রোডের বাসভবনে শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৬ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। মরহুমার ছেলে সাংবাদিক আবু তালহা রিমন জানিয়েছেন, দীর্ঘ ১২ বছর ধরে সে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার প্রথম জানাজা নামাজ জোহরের নামাজের পর নিউ সার্কুলার রোড জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলার চানপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া নিজ গ্রামে নেয়া হয়। বাদ এশা কুন্দিয়ালপাড়া নেছারিয়া জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে কুন্দিয়ালপাড়া গ্রামের মুন্সী বাড়ী পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।