3:37 pm , October 2, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক মাইনুল হাসানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে গতকাল শনিবার সকাল ১০ টায় নগরীর মুসলিম গোরস্থানে তার কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বিপ্লবী বাংলাদেশের প্রকাশক নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সাংবাদিক তপংকর চক্রবর্তী, সাংবাদিক জাকির হোসেন, বেলায়েত বাবলু, জুয়েল রানা ও আরিফুর রহমান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সিরাজুম মুনির টিটু। এরপূর্বে তার কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন।