3:17 pm , October 2, 2021

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা হয়। এ সময় সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও মিরাজুল ইসলাম ৪৭ টি পুজা মন্ডবে দশ হাজার টাকা করে দিয়েছেন। এছাড়া সদর উপজেলার একটি মন্ডবে ২৫ হাজার টাকা দিয়েছেন। এছাড়াও ভা-ারিয়া উপজেলার সকল পূজা মন্ডবে সরকারি ৪৩.৫০০ মেট্টিক চাল দেয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর। এ সময়ে আর বক্তব্য রাখেন ভা-ারিয়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃদ।