জেলা ও মহানগরের প্রতিটি মন্দিরে দিনরাত চলছে প্রস্তুতি জেলা ও মহানগরের প্রতিটি মন্দিরে দিনরাত চলছে প্রস্তুতি - ajkerparibartan.com
জেলা ও মহানগরের প্রতিটি মন্দিরে দিনরাত চলছে প্রস্তুতি

2:52 pm , September 29, 2021

পরিবর্তন ডেস্ক ॥ আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে বরিশালে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির মৃৎ শিল্প কারিগররা।সরেজমিনে দেখাগেছে, সনাতন ধর্মালম্বীদের বাৎসরিক এ দুর্গোৎসবকে প্রাণবন্ত ও পরিপূর্ণভাবে উপস্থাপন করতে জেলা ও মহানগর-এর প্রতিটি মন্দিরে চলছে দিনরাত ব্যাপক প্রস্তুতি।রাজবাড়ী থেকে আসা মৃতশিল্পী নিতাই পাল ও নিমাই পাল জানান, আগামী মাসের ১১ অক্টোবর ষষ্টী পূজার মাধ্যমে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এরপূর্বে ৬ অক্টোবর শুভ-মহালয়া। খড়কুটা,পাটসুতা, বাঁশ ও মাটি দিয়ে কাঠামো তৈরির মধ্যে দিয়েই প্রথম প্রকাশ হয় শিল্পীর প্রতিমা তৈরির দক্ষতা ও শিল্পীত রূপ।দুর্গোৎসবের বাকি মাত্র ১২ দিন। এখন প্রতিমার দো-মাটির কাজ চলছে। সঠিক সময়ে প্রতিমা তৈরি করে সরবারহের জন্য ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।নিতাই পাল ও নিমাই পাল আরো জানান’ চলতি বছর জেলার বিভিন্ন উপজেলায় ব্যাক্তিগত ও সবার মিলিয়ে সর্বোমোট ২৮ টি দূর্গা প্রতিমা তৈরি করবেন তারা। সব থেকে ব্যায়বহুল প্রতিমা তৈরি করবেন নগরীর সদর রোড জগন্নাথ দেবের মন্দির ও ফলপট্টি কালী মন্দির। বিভিন্ন ডিজাইন ও কারুকাজ বসিয়ে প্রতিমা তৈরি করতে সময় লাগে দেড় মাস। বর্তমানে সহকারী কারিগরদের নিয়ে ৬টি ভাগে ভাগ হয়ে কাজ করছি। এ টিমগুলোকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করি আমরা দু’জন।অপরদিকে রাজধানী ঢাকা থেকে আগত মৃতশিল্প কারিগর বলাই পাল জানান, দীর্ঘ ১’শ বছরেরও বেশী সময় ধরে বংশ পরমপরা এ ব্যবসা বা শিল্প-এর সাথে জড়িত আমার পরিবার। দেশের বিভিন্ন স্থানে পরিবারের সদস্যরা প্রতিমা তৈরি করে থাকেন। বছরের বেশির ভাগ সময় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করি। এ বছর বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থানে মোট ১৮টি দূর্গা প্রতিমা তৈরির কাজ করছি। যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে রাত-দিন কাজ করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।এবিষয়ে বরিশাল মহানগর পূজা উৎযাপন পরিষদের সভাপতি তমাল মালাকর জানান, অশুভ শক্তি বা অসুর শক্তির বিনাশ ঘটিয়ে শুভ সুর শক্তির প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল দর্শন। উঁচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করে মহা-সম্মেলন ঘটানো হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন দুূর্গা পূজা। বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এখানে আমরা শান্তিপূর্ণভাবে সকল ধরণের পূজা, উদ্যাপন করতে পারি। করোনা মহামারীর কারণে এ বছর স্বাস্থ্যবিধি মেনে পাঁচ দিন ব্যাপী শারদীয় উৎসব পালন করব।এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ হলো সম্প্রীতির মেলা বন্ধনের দেশ।আমরা চাই সকল ধর্মবর্ণ মিলে ঐক্যবদ্ধ ভাবে এ ঐতিহ্য ধরে রাখতে।দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT