2:43 pm , September 27, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ সেভ দ্য চিলড্রেন এর তালিকাভুক্ত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে সেভ দ্য চিলড্রেন এর সুরক্ষা কাঠামোর উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সেভ দ্য চিলড্রেন এর দক্ষিণ আলেকান্দা বরিশাল ফিল্ড অফিসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রেখে সুচনা করেন সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার, ফাইনান্স এন্ড এডমিন মি: সুজিত রোজারিও। সেভ দ্য চিলড্রেন এর সার্বিক কার্যক্রম এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এর পরে বক্তব্য রাখেন সিনিয়র ম্যানেজার ও অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন। এর পরে সরবরাহকারী প্রতিনিধিদের সামনে ওরিয়েন্টেশনের সম্পূর্ন বিষয়বস্তু উপস্থাপন করেন সেফগার্ডিং অফিসার খান কামরুলা তুসী। ওরিয়েন্টেশনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এডমিন অফিসার মো: মোস্তবা আহমেদ আলী রেজা ও নিউমোনিয়া প্রজেক্ট মানেজার ডা: মো: সোহেল রানা এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ কান্ট্রি অফিস থেকে ভার্চুয়ালী যোগদান করেন হেড অব সেফগার্ডিং মো: কুদ্রুতুল্লাহ্ জাহাঙ্গীর। সবশেষে, অংশগ্রহনকারীদের অভিজ্ঞতা ও মতামত শোনার মধ্য দিয়ে ওরিয়েন্টেশনের ইতি টানা হয়।