দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা হ্রাসের সাথে শনাক্তও কমছে দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা হ্রাসের সাথে শনাক্তও কমছে - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে নমুনা পরীক্ষা হ্রাসের সাথে শনাক্তও কমছে

2:50 pm , September 26, 2021

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুবিহীন ১০ দিন অতিবাহিত হবার পাশাপাশি নমুনা পরীক্ষার সাথে শনাক্তের সংখ্যাও ক্রমে হ্রাস পাচ্ছে। গতকাল রোববার দুপুরের পূর্ববর্তী ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলের ৬ জেলায় মাত্র ৪৪২ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে কোন মৃত্যু ছিল না। এ নিয়ে গত ১৭ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুবিহীন দক্ষিণাঞ্চল। এমনকি প্রায় ৫ মাস পরে গত শণিবার নগরী সহ বরিশাল জেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি। রোববারও নগরীতে কোন করোনা রোগী ছিল না বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এদিন জেলার মেহেন্দিগঞ্জে একজন করোনা পজিটিভ রোগী শনাক্তের মধ্যে দিয়ে গত ৪৮ ঘন্টায় জেলায় মোট শনাক্তের সংখ্যা ছিল একজন। ফলে চলতি মাসে নগরীতে আক্রান্তের সংখ্যা ১৬৮ জন সহ মোট সংখ্যাটা ১০ হাজার ৩৯৪ জনই রয়েছে। চলতি মাসে নগরীতে করোনায় কোন মৃত্যু সংবাদ নেই। তবে ইতোপূর্বে মারা গেছেন ১০১ জন।
গত ৪৮ ঘন্টায় ১৩ জন সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট আক্রান্ত ৪৪ হাজার ৮৯৬ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৭৬ জনের। এ পর্যন্ত ২ লাখ ১০ হাজার ২৮৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের গড়হার এখন হার ২১.২৫%। গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৬৯ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৩২১ জন। সুস্থতার গড়হার ৯৪.২৬%।
দক্ষিণাঞ্চলের ৬ জেলর মধ্যে এখনো বরিশালেই সংক্রমন ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। তবে গড় মৃত্যুহারে বরগুনায় সর্বোচ্চ ২.৫২% এবং শনাক্তের হারে ঝালকাঠী শীর্ষে ২৫.৪৩%। নগরী সহ বরিশাল জেলায় ইতোমধ্যে ৭৫ হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষায় ১৮ হাজার ২৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২২৯ জনের। পটুয়াখালীতে ইতোমধ্যে ৩৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ১৭৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১০৭ জন।
দ্বীপ জেলা ভোলায় ৩২ হাজার ৫৭৬ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ১৭৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯১ জনের। পিরোজপুরেও ২১ হাজার ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৩ জন। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের এ জেলাটিতে আক্রান্তের গড়হার এখনো ২৪.২৭%। বরগুনাতেও ইতোমধ্যে ২৪ হাজার ৯৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ৮৫০। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যু হারের এ জেলাটিতে মারা গেছেন ৯৭ জন। আর দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝলকাঠিতে রোববার সকাল পর্যন্ত ১৮ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৯৯ জনের দেহে। মারা গেছেন ৬৯ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT