চুরির অপবাদ নিয়ে দুই কিশোর এলাকা ছাড়া চুরির অপবাদ নিয়ে দুই কিশোর এলাকা ছাড়া - ajkerparibartan.com
চুরির অপবাদ নিয়ে দুই কিশোর এলাকা ছাড়া

2:35 pm , September 26, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতনে অভিযোগ পাওয়া গেছে। কিশোর দুইজন হলো উপজেলার -চর দাড়িয়ালের বাংলাবাজার এলাকার ইব্রাহিম গাজীর ছেলে সুমন গাজী ও হেলাল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মৃত হারুন ওরফে পুলিশ হারুন ও আবদুল মালেকের বাসায় চুরি হয়। চুরির দায় ফয়সাল হাওলাদার ও সুমন গাজীর উপর চাপানো হয়। অপবাদ স্বীকার না করার কারনে গত সোমবার রাতে দাড়িয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার, টিপু হাওলাদার ও রাহাত আকনের নেতৃত্বে তাদের বাসা থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। শেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে সুমন গাজী ও ফয়সাল হাওলাদার বাড়ি ফেরেনি বলে দাবী স্বজনদের। আহত কিশোর ফয়সালের পিতা হেলাল হাওলাদার বলেন, চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছেলে ও তার বন্ধু সুমন গাজীর উপর দোষ চাপানো হয়। মেম্বর দেলোয়ার নির্দেশে তাদের বাংলাবাজার থেকে বামনীকাঠি গ্রােেম নিয়ে রাহাত আকন, সুদিপসহ ৪/৫জন যুবক মারধর করে সাদা কাগজে সই রেখেছে। এ বিষয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হেসেন বলেন, ফোন করে চুরির ঘটনায় দুইজনকে আটক করার খবর জানিয়েছে স্থানীরা। তিনি বলেন, যাদের বাসা চুরি হইছে তারা তাদের দুইজনকে শনাক্ত করছে। এখানে আমাদের কি করার। এমনকি ওদের পরিবারের লোকজনও ছিলো তখন। যা হইছে সব কিছু তাদের সামনেই। ওই ঘটনায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মির্জা বলেন, আমি পৌছানোর আগেই স্থানীয় কয়েকজন ওদেরকে চড় দিয়েছে নাকি, কিন্তু আমি দেখি নাই। পরিস্থিতি ঘোলাটে দেখে স্থানীয় সাড়শি পুলিশ ফাড়িঁতে খবর দিলে পুলিশ এবং স্থানীয় সালিশদারদের সহযোগীতায় চুরির ঘটনায় দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাক্ষিদের সামনে সাদা কাগজে তাদের সই রাখা হয়। কিন্তু ফাড়িঁর পুলিশ জানায়, ওই দুই কিশোরের বিরুদ্ধে চুরির অপবাদ প্রমানিত হয়নি। তাই কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন বলেন, ঘটনা শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। আভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT