3:01 pm , September 23, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ জলবায়ু সুবিচারের দাবিতে নগরীতে ধর্মঘট, পদযাত্রা ও প্রতিকী ফাঁসি মঞ্চস্থ করেছে শিক্ষার্থী ও তরুণরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর রোডে ধর্মঘট শেষে পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বরফের উপর প্রতিকী ফাঁসি নেয় শিক্ষার্থীরা। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে।
আরণ্যক -এর সভাপতি কথক বিশ্বাস জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি অধ্যাপক সাহ্ সাজেদা, বরিশালের ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, প্রতীকি যুব সংসদের অর্থ পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হোসেন নবীন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর মো. সালেহ্, ক্লাইমেট ফিন্যান্স, ব্রিট্রিশ কাউন্সিলের কর্মসূচি ব্যবস্থাপক ময়ূরী আক্তার টুম্পা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ।