রাষ্ট্রীয় মর্যাদায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টারের দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টারের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
রাষ্ট্রীয় মর্যাদায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টারের দাফন সম্পন্ন

3:17 pm , September 22, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের পাঁচ বারের র্নিবাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল আজিজ মাস্টার এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টায় চন্দ্রমোহন ইউনিয়নের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে টুমচর নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টারের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। এসময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ছবি সহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান এবং সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে ঢাকার সোসাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT