3:07 pm , September 22, 2021
নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপির বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর আলীগের সাবেক সহ-সভাপতি মীর আমিন উদ্দিন মোহন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটি সদস্য সৈয়দ মো. মনির, বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিশ্বাস, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিচ শরীফ, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাদশা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, সদর উপজেলা ভাইস চেয়াম্যান এ্যাড. মাহাবুবুর রহমান মধু, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা সুলতান মাহমুদ হাওলাদার। সভার সঞ্চালনা করেন মহানগর যুবলীগ সদস্য মিল্টন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আলীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী, মহানগর আলীগের সাবেক সদস্য মো. শহিদুল্লাহ খান, মহানগর যুবলীগের সদস্য মারুফ আহম্মেদ জিয়া, ১১নং ওয়ার্ড আলীগের সাবেক সভাপতি শহিদ, মহানগর যুবলীগ সদস্য মানিক, ২৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মান্নান, ২১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, মহানগর যুবলীগের নেতা আতিক, বি.এম কলেজের সাহিত্য বিষয়ক সম্পাদক সাইদি, মহানগর ছাত্রলীগ নেতা মাহাদ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।