পণ্যবাহী যান চলাচল বন্ধ পণ্যবাহী যান চলাচল বন্ধ - ajkerparibartan.com
পণ্যবাহী যান চলাচল বন্ধ

3:13 pm , September 21, 2021

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে বরিশাল জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ৭২ ঘণ্টা কর্মবিরতি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এতে ৩ দিন ১০ টি উপজেলায় চলাচল বন্ধ থাকবে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক সহ সব পণ্যবাহী যান। বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা জানান, কর্মবিরতিকালীন অন্য জেলা থেকে আসা কোনো ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানকে প্রবেশ করতে দেয়া হবে না। তিন দিনের মধ্যে ফলপ্রসূ আলোচনা না হলে বরিশাল বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ১৫ দফা দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মহাসড়কে চাঁদাবাজি শ্রমিক হয়রানি বন্ধসহ
গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি এবং পৌর টোলের নামে সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা।
দুপুরের দিকে বাবুগঞ্জ উপজেলার বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুর বিমানবন্দর মোড়ে ট্রাক বন্ধ করে বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতা-কর্মীরা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রাক, ট্যাংলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছালাম, কোষাধ্যক্ষ আঃ হালিম চান,লাইন সম্পাদক সরোয়ার বিশ্বাস, শাহিন গাজী, হুমায়ুন কবির প্রমুখ। দুপুরের পর মহাসড়কে পন্যবাহী যানবাহনের চাপ বাড়ায় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে ট্রাক সরিয়ে নিয়ে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT