রোটারী ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সেলাই মেশিন পেয়েছে ১৪ অসহায় নারী রোটারী ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সেলাই মেশিন পেয়েছে ১৪ অসহায় নারী - ajkerparibartan.com
রোটারী ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সেলাই মেশিন পেয়েছে ১৪ অসহায় নারী

2:46 pm , September 20, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ রোটারী ক্লাব অব বরিশাল মেট্রোপলিটন এর উদ্যোগে ১৪ অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সেলাই মেশিন বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোটারিয়ান মো: আবদুর রশিদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোটারিয়ান শরিফ মো. জামাল উদ্দিন, রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটন এর উপদেষ্টা এ এফ এম আনোয়ারুল হক সাব্বির এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদ। বিতরনী অনুষ্ঠানে প্রজেক্ট চেয়ার ছিলেন রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটন এর সভাপতি মাহামুদুল করিম চৌধুরী হাসনাইন, উপস্থিত ছিলেন রোটারীয়ান জিয়াউর রহমান। সেলাই মেশিন পেয়েছেন নারগিস বেগম, জেসমিন, জাকিয়া, মুন্নী বেগম, পাপিয়া বেগম, আরজী বেগম, নজমুন নাহার, নাছিমা বেগম, মুন্নী আক্তার, ফিরোজা বেগম, জেসমিন বেগম, রেশমা, মিতু ও চম্পা বেগম। ভবিষ্যতেও রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের এ ধরনের সেবা মুলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান অনুষ্ঠানের অতিথিরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT