জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক - ajkerparibartan.com
জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

2:55 pm , September 19, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ দুর্গা সাগর দীঘি ও কালেক্টরেট পুকুরসহ বেশ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার। মাছ চাষে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতির লক্ষ্যে সরকারের কর্মসুচী বাস্তবায়নে গতকাল রোববার ওই মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসন ও বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আরডিসি নুসরাত জাহান, এনডিসি মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার মোঃ মারুফ দস্তগীর, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত প্রমুখ। পরে দুপুর ১ টার দিকে বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারের পক্ষে ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলাম। এছাড়া কালেক্টরেট পুকুরে ১৪০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT