কুয়াকাটা সমূদ্র সৈকতে আবারো ভেসে এসেছে দুটি মৃত ডলফিন কুয়াকাটা সমূদ্র সৈকতে আবারো ভেসে এসেছে দুটি মৃত ডলফিন - ajkerparibartan.com
কুয়াকাটা সমূদ্র সৈকতে আবারো ভেসে এসেছে দুটি মৃত ডলফিন

2:45 pm , September 8, 2021

আরিফ সুমন, কুয়াকাটা ॥ বঙ্গোপসাগরে ডলফিনের মৃত্যুর মিছিল। একের পর এক ডলফিনের মৃত দেহ ভেসে আসছে কুয়াকাটা সমূদ্র সৈকতে। গতকাল বুধবার সকাল আনুমানিক ১০টায় কুয়াকাটার সৈকত সংলগ্ন গঙ্গামতি প্রায় ৬ ফুট লম্বা দুটি মৃত ডলফিন ভেসে আসে। দুপুর ১ টার দিকে মৃত ডলফিন দুটি পানিতে ভেসে আসতে দেখেন ডলফিন রক্ষা কমিটির সদস্য আবদুর রহমান। পরে তিনি ডলফিন রক্ষা কমিটির অন্যাদের বিষয়টি অবগত করেন। আবদুর রহমান বলেন, গত কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকটি মৃত ডলফিন ভেসে এসেছে। মৃত ডলফিনের শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডলফিন রক্ষা কমিটির সদস্য ও স্থানীয়দের ধারণা, মাছ শিকারের সময় জেলেদের জালে আটকে পড়ায় মারা যাচ্ছে ডলফিন। তাই ডলফিন রক্ষায় জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নয়তো একের পর এক মৃত ডলফিন আসতে থাকবে। ইতোমধ্যে মাছ দুটিকে বালুচাপা দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয় জেলেরা আমাকে বিষয়টি অবহিত করেছেন। কী কারণে মাছ দুটি মারা গেছে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। শুশুক প্রজাতির ডলফিন দুটি জেলেদের জালের আঘাতে মারা যেতে পারে বলে ধারনা করছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT