মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ঘরে গিয়ে কৃষকের মৃত্যু ॥ ৩ দিন পর থানায় হত্যার অভিযোগ মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ঘরে গিয়ে কৃষকের মৃত্যু ॥ ৩ দিন পর থানায় হত্যার অভিযোগ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ঘরে গিয়ে কৃষকের মৃত্যু ॥ ৩ দিন পর থানায় হত্যার অভিযোগ

2:48 pm , September 2, 2021

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বারেক গাজী (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে প্রতিপক্ষ ইউনুস হাওলাদারের ঘরে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ৩ দিন পর বুধবার রাতে ওই কৃষকের ভাই উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত শের আলী গাজীর ছেলে আব্দুল হালিম গাজী বাদী হয়ে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার একই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সকালে বারেক গাজী তার জমিতে ইরি ধানের বীজ (চারা) রোপণ করেন। ওইদিন বিকেলে প্রভাবশালী ইউনুস হাওলাদারের বীজতলা থেকে অজ্ঞাত ব্যক্তি বীজ চুরি করে নিলে বারেক গাজীকে সন্দেহ করে এবং তার বাড়িতে গিয়ে গালিগালাজ করে। এসময় বারেক গাজী বাড়িতে ছিলেন না। বারেক গাজী বাড়িতে এলে যত রাত হোক ইউনুস হাওলাদার তার বাড়িতে গিয়ে দেখা করতে হুমকি দিয়ে যায়। রাতে বাড়িতে এসে বারেক গাজী বিষয়টি শুনে রাত আটটার দিকে ইউনুস হাওলাদারের বাড়িতে যান। এসময় তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায় বলে অভিযোগে বাদী দাবি করেন। এদিকে অভিযুক্ত ইউনুস হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, বারেক গাজী অসুস্থ হয়ে পড়লে আমি তার সন্তানদের খবর দেই। সন্তানরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT