3:06 pm , August 31, 2021
পরিবর্তন ডেস্ক ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালনা কালে পুলিশ দেখে পূর্বেই টেপ প্যাঁচানো ইয়াবার পোঁটলা গিলে ফেলেছেন কাইয়ুম খান নামে এক মাদক ব্যবসায়ী। পরে এক্সরের মাধ্যমে পুলিশ তার সত্যতা নিশ্চিত করেন।সোমবার শেষ বিকেলে পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী কাইয়ুম খান (৪০) কে আটক করে পুলিশ। কাইয়ুম খানের বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়ায়।পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ জানান, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে শহরের একটি গ্রুপের সাথে তাকে ৬৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছিল।তাকে ইয়াবাসহ গ্রেফতারের পরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করে পেটে ইয়াবার অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়।এছাড়াও কাইয়ুম খান স্বীকার করে গিলে ফেলা ইয়াবার পোঁটলার মধ্যে ২০ পিচ ইয়াবা রয়েছে। আটক কাইয়ুম বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন।