তালতলীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট থেকে ৩ টি হরিনের চামড়া উদ্ধার তালতলীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট থেকে ৩ টি হরিনের চামড়া উদ্ধার - ajkerparibartan.com
তালতলীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট থেকে ৩ টি হরিনের চামড়া উদ্ধার

3:03 pm , August 30, 2021

পাথরঘাটা প্রতিবেদক ॥ তালতলী উপজেলার জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি হরিনের চামড়া জব্দ করেছেন পাথরঘাটা কোষ্টগার্ড। গতকাল সকাল সাড়ে এগারটায় এগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত চামড়া তিনটি তালতলি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। কোষ্টগার্ডের পাথরঘাটা কন্টিজেন্ট কমান্ডার সাজু মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সাড়ে এগারটায় যাত্রীবাহী পাথরঘাটা টু তালতলীগামী এম ভি পাথরঘাটা লঞ্চের ভিতরে তল্লাশী করে কোষ্টগার্ড সদস্যরা। তল্লাশীর এক পর্যায়ে লঞ্চের ভিতরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে তিনটি হরিনের চামড়া উদ্ধার করে তালতলী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT