জাতীয় মৎস্য সপ্তাহ পালনে জেলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জাতীয় মৎস্য সপ্তাহ পালনে জেলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় - ajkerparibartan.com
জাতীয় মৎস্য সপ্তাহ পালনে জেলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

2:58 pm , August 28, 2021

পরিবর্তন ডেস্ক ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা হয়। আমাদের ভা-ারিয়ার প্রতিবেদক জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” স্লোগানকে সামনে রেখে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, গতকাল থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর কথাও সাংবাদিকদের অবহিত করতে মতবিনিময় সভার আয়োজন। মৎস্য সপ্তাহের জন্য গৃহীত কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়। এ সময় সৎস্য কর্মকর্তা জানান, ভা-ারিয়ায় মোট ৩ হাজার ৬শত জন মৎস্যজীবি রয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৎস অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডিএফ) এর ক্লাস্টার অফিসার মোঃ নজরুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি রিয়াজ মাহমুদ মিঠু, ইত্তেফাক সংবাদদাতা শঙ্কর জিৎ সমাদ্দার, বিজয় টিভির প্রতিনিধি সামসুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি মামুন হোসেন, আজকের পরিবর্তনের প্রতিনিধি তরিকুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি ইকবাল কবির, উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান পলাশ প্রমূখ। বক্তারা মাছের চাহিদা পূরনে মাছের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
গৌরনদী প্রতিবেদক জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিজলা প্রতিবেদক জানায়, বেলা ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে হিজলা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মর্কতা আবদুল হালিম। এ সময় তিনি সাংবাদিকদের জানান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলায় ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার, ফেষ্টুন প্রচারণা, উপজেলার পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ, প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মৎস্যচাষীদের পরার্মশ দান, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও প্রামান্য চিত্র প্রদর্শন, সিবিজি মৎস্য চাষীদের প্রশিক্ষন, ভিডিও কনফারেন্সিংর মাধ্যমে জেলা কর্মর্কতাদের সাথে মতবিনিময় করা।
মঠবাড়িয়া প্রতিবেদক জানান, শনিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলাম জানান, মঠবাড়িয়া উপজেলার প্রায় তিন লাখ জনগণের জন্য মাছের চাহিদা রয়েছে ছয় হাজার মেট্টিক টন। কিন্তুউপজেলায় মুক্ত ও বদ্ধ জলাশয়ে উৎপাদিত মাছের পরিমান আরো এক মেট্টিক টনের বেশি। আগামী ২০২৫ সালে ৮ হাজার ৫’শ মেট্টিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। মত বিনিময় সভায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাহিবা খাতুনসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি প্রতিবেদক জানান, সকাল ১০ টায় জেলা প্রশাসক হলরুমে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন। এছাড়াও প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মো: আল আমিন তালুকদার ও আরেক অংশের সভাপতি এসএম রাজ্জাক পিন্টুসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাবুগঞ্জ প্রতিবেদক জানান, সাড়ে ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে সিনিয়র মৎস্য অফিসার মো. সাইদুজ্জামান এর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, আরিফ হোসেন, আরিফ হোসেন নয়ন, প্রভাষক জিয়াউল হক, সাইফুল রহিম উপস্থিত ছিলেন।
দৌলতখান প্রতিবেদক জানান, বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। এ সময় তিনি জেলেদের জীবনমান উন্নয়ন সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন দৌলতখান প্রেসক্লাবে সভাপতি মনিরুজ্জামান মহিন, কার্যনির্বাহী সদস্য শ,ম, ফারুক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক কাজী জামাল প্রমুখ। নলছিটি প্রতিবেদক জানান, বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রির সভাপতিত্বে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, দৈনিক জাগরণের বরিশাল প্রতিনিধি গোলাম মাওলা শান্ত, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি কায়কোবাদ তুফান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম পলাশ প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এস.আর সোহেল, মশিউর রহমান, গাজী আরিফুর রহমান, এইচএম সিজার, মো. আরিফুর রহমান প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT