দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো ৫ জনের মৃত্যু দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো ৫ জনের মৃত্যু - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আরো ৫ জনের মৃত্যু

3:28 pm , August 27, 2021

বিশেষ প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন কিছুটা কমে আসলেও শুক্রবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এ সময়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ১৪২ জন আক্রান্তের পাশাপাশি আরো ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে। মৃতদের মধ্যে ৩ জনই নারী। এর আগের ২৪ ঘন্টায় ১৩৩ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছিল ৩ জনের। এ নিয়ে দক্ষিণাঞ্চলে ৪৩ হাজার ৩৭৮ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৬৪৫ জন। গড় মৃত্যুহার দশমিক ১ ভাগ বেড়ে এখন ১.৪৯%। তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার দশমিক ৩ ভাগ হ্রাস পেয়ে ২২.৩১%-এ স্থির হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৯ হাজার ৬৯ জন আক্রান্তের পাশাপাশি ১৫৮ জনের মৃত্যু হয়েছে।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে এ সময়ে আরো ৭৯৭ সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৩৩২ জন। সুস্থতার হার এখন ৮৩.৭৬%।
গত ২৪ ঘন্টায় সর্বাধিক আক্রান্তের তালিকায় ছিল দ্বীপজেলা ভোলা। এ সময়ে জেলাটিতে নতুন ৪১ জন আক্রান্তের পাশাপাশি দুজনের মৃত্যু হয়েছে ভোলা শহরের ৪ নম্বর ওয়ার্ড ও লালমোহন উপজেলায়। এ নিয়ে জেলাটিতে করোনা সংক্রমনে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৩৮।
বরিশালেও গত ২৪ ঘন্টায় ৩৮ জন আক্রান্তের পাশপাশি দুজনের মৃত্যু হয়েছে আগৈলঝাড়া ও উজিরপুরে। আগৈলঝাড়াতে গত কয়েকদিন ধরে প্রতিদিনই করোনা সংক্রমনে ১ জন করে মারা যাচ্ছে। জেলার উজিরপুর, বাবুগঞ্জ ও মেহেদিগঞ্জেও গত ১০ দিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বরিশালে এ পর্যন্ত ১৭ হাজার ৭১৫ জন আক্রান্তের মধ্যে ২১৭ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহারের পটুয়াখালীর বাউফলে গত ২৪ ঘন্টায় আরো একজন মারা গেছেন। ফলে জেলাটিতে মোট মৃত্যুর সংখ্যা ১০৫ জনে উন্নীত হয়েছে। গড় মৃত্যুহার ১.৭৬%। আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ৯৭১।
দক্ষিণাঞ্চলের সর্বাধিক সংক্রমনের শিকার ঝালকঠীতেও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৬.৬১% শনাক্তের এ জেলাটিতে ইতেমধ্যে ৪ হাজার ৫১৭ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ জনের।
দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত জেলা পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ১৩৯ জনের মধ্যে মারা গেছেন ৮১ জন। শনাক্তের গড়হার ২৫.৫০%।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT