পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ন হচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ন হচ্ছে শিক্ষার্থীরা - ajkerparibartan.com
পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ন হচ্ছে শিক্ষার্থীরা

2:28 pm , August 24, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কোন ধরনের পরীক্ষা ছাড়াই দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ণ হচ্ছে বরিশালের একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা। ইত মধ্যেই বোর্ডের সকল কলেজ অধ্যক্ষদের এ বিষয়ে পদক্ষেপ নিতে চিঠি দিয়ে নির্দেশ প্রদান করা হয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক ড. মোঃ লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণে কলেজ কর্তৃক আয়োজিদ স্ব স্ব পদ্ধতির মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।
জানতে কলেজ পরিদর্শক ড. মোঃ লিয়াকত হোসেন বলেন, করোনার কারনে কলেজ কেন কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। পরীক্ষা নেওয়ার তোন প্রশ্নই উঠে না। এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পুরন চলছে। তাই স্বাভাবিক ভাবেই এখন একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ন করতে হবে। আগামী মেিসর মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT