মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ - ajkerparibartan.com
মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ

4:07 pm , August 21, 2021

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলা চত্বরে (থানা কাউন্সিল) অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলার আগৈলঝাড়া, বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় প্রতিবাদী কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলার আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ওই প্রতিবাদী সমাবেশ হয়। আমাদের আগৈলঝাড়া প্রতিবেদক জানিয়েছে, বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর গুলি বর্ষণ ও আইন শৃংখলা বাহিনীর হামলা, দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ইউএনওসহ প্রশাসনের দুইটি মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার পরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সভায় সহ¯্রাধিক নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুজে বের করতে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছেন। এ সময় বক্তারা ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ পথে অবস্থান করবেন বলে হুশিয়ারী উচ্চারন করেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আ’লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস ষাতাতার মোল্লা, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহসভাপতি উজ্ঝল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত প্রমুখ।
বাবুগঞ্জ প্রতিবেদক জানান, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর উপর হামলা ও মামলা দায়ের করার প্রতিবাদে বাবুগঞ্জ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রহমতপুর মীরগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা করা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন। সাধারণ সম্পাদক মৃধাঃ মু আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুম মৃধা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ খান, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল মজিদ মামুন মৃধা, ছাত্রলীগ নেতা মোঃ ওবায়দুল হক জুয়েল, মোঃ ইয়াসির আরাফাত সোহেল,প্রসেনজিৎ দাস অপু প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।ছাত্র লীগ নেতা মোঃ রেজাউল করিম সোহাগ, সৈয়দ জহিরুল হাসান মুরাদ, আলহাজ্ব মোঃ সোলাইমান হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিবেদক জানান, শুক্রবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা আ’লীগের দলীয় কার্য্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উজিরপুর-সাতলা সড়কের পৌরসভার টেম্পুষ্ট্যান্ডে সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আ: হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হাওলাদার, যুগ্ম-সম্পাদক এ্যাড. সালাউদ্দিন শিপু, যুবলীগের সাধারণ সম্পাদকও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, আ: খালেক রাঢ়ী, শ্রমিকলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, আওয়ামীলীগ নেতা গৌরঙ্গলাল কর্মকার, সুনিল কুমার বিশ্বাস, তাপস রায়, উত্তম কুমার হাওলাদার, আজিজুল হক সিকদার, কুদ্দুস ফকির, নজরুল ইসলাম বাচ্চু, আ: রহিম মাষ্টার, নজরুল মাঝি, কালাম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন, যুবলীগ নেতা কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার, মহিলা আওয়ামীলীগের নেত্রী বিউটি খানম, মোর্শেদা পারভীন, অধ্যাপিকা নাসিমা খানম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৯ ইউপির চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন সহোযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ। বক্তারা অভিযুক্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানকে বিএনপি-জামায়াতের এজেন্ট আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে গ্রেফতারকৃত আওয়ামীলীগের নেতাকর্মীদের মুক্তিসহ দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি প্রদর্শন করা হয়।
বানারীপাড়া প্রতিবেদক জানান, বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘরামী, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ড্র, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মু. মুনতাকিম লস্কর কায়েস, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল।
উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান, বাইশারী ইউপির চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, যুবলীগ নেতা মহসিন রেজা, মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা, পৌর শাখা, ইউনিয়ন এবং ওয়ার্ডর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT