12:01 am , August 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের কর্মরত আনিছুর রহমান এর পিতা আলহাজ্ব মো. হাসমত আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আছর বাদ সাগরদী বাজার সড়কস্থ আল মদিনা জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন শিকদার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, দৈনিক আজকের পরিবর্তন এর সম্পাদক মন্ডলির সভাপতি এম এম আমজাদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন আলহাজ্ব মো. হাসমত আলী। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্র বধু, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এলাকায় অত্যন্ত ভদ্র ও নামাজী হিসেবে পরিচিত মরহুম আলহাজ্ব মো. হাসমত আলীর নামাজে জানাজা সাগরদী আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে সাগরদী বাজার সড়কের বাইতুল মদিনা জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়।