12:01 am , August 16, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনে নগরীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের ৪৬ তম শাহাদাত বার্ষিকীর দিনটি পালনে শোক ও শ্রদ্ধায় স্মরন করা হয়েছে। করোনার সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত কর্মসুচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ভার্চুয়াল আলোচনা সভা, দোয়া মোনাজাত ও প্রার্থনা, বঙ্গবন্ধুর ভাষন প্রচার। করোনার সংক্রমন প্রতিরোধে এবার নগরীতে শোক র্যালি হয়নি।
দিনটি পালনের কর্মসুচীর শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে নগরীর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত আর কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের অস্থায়ী প্রতিকৃর্তিতে বিভিন্ন সামাজিক সংগঠন, দলীয় কার্যালয়ে ওই দুই নেতার প্রতিকৃতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে সাংবাদিক নেতৃবৃন্দ এবং বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৬ টায় নগরীর সোহেল চত্বর আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আ’লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়াও সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগ) অ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস প্রমুখ। সভাপতিত্ব করেণ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর। আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়া মোনাজাত পরিচালনা করেণ মাও. মীর্জা নুরুর রহমান বেগ। বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বিকেলে নগর ভবনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর, প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক সমন্বয় পরিষয়ের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের অস্থায়ী প্রতিকৃর্তিতে নগরীর বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী জানায়।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মু ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও কাজী মিরাজের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, দিনটি পালনে মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ড কার্যালয়, দলীয় কাউন্সিলরদের কার্যালয়ে জাতীয়-দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও সেখানে কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়। ভার্চুয়াল আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শন ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বাদ জোহর সকল মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
অন্যদিকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সীমিত পরিসরে আলোচনা সভা, বাদ জোহর সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, রাত ৮টায় অনলাইনে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা করা হয়। এছাড়া আগস্ট মাস ব্যাপী অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।