ভান্ডারিয়ায় গ্রামে ঘুরে বিনা মূল্যে টিকার নিবন্ধন ভান্ডারিয়ায় গ্রামে ঘুরে বিনা মূল্যে টিকার নিবন্ধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় গ্রামে ঘুরে বিনা মূল্যে টিকার নিবন্ধন

3:22 pm , August 13, 2021

তরিকুল ইসলাম, ভা-ারিয়া ॥ করোনা ভাইরাসের টিকার জন্য পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে বিনা মূল্যে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা এই কার্যক্রম করছেন। বৃহস্পতিবার থেকে টিকার জন্য বিনা মূল্যে এই নিবন্ধনের কার্যক্রম শুরু হয়। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ধাওয়া ইউনিয়নের ৯ টি ভোটকেন্দ্রে ফাউন্ডেশনের সদস্যরা ল্যাপটপ প্রিন্টার নিয়ে করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করে দিচ্ছেন। ২৫ বছরের ঊর্ধ্বে ভোটার আইডি কার্ড নিয়ে কেউ এলে নিবন্ধন করে দিচ্ছেন তাঁরা। এসময় নিবন্ধনের জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। এর আগে সকল ইউনিয়নে দিনভর মাইকে প্রচার-প্রচারণা চালোনো হয়েছে।
রাজপাশা এলাকার রমনি কান্ত হালদার টিকার জন্য নিবন্ধনের পর বলেন, টিকা নিবন্ধনের জন্য উপজেলা শহরে যেতে হয়। যা আমাদের জন্য ব্যয়বহুল এবং অনেক সময়ের প্রয়োজন। উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যোগে বাড়ি থেকেই বিনা মূল্যে নিবন্ধন করতে পেরে আমাদের অনেক সুবিধা হয়েছে।
ধাওয়া এলাকার খাদিজা আক্তার জানান, টিকা পাওয়ার নিবন্ধনের জন্য প্রায় পঞ্চাশ থেকে একশত টাকা খরচ হয়। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের ফ্রি নিবন্ধনের করে দিচ্ছে এতে আমাদের উপকার হয়েছে।
ধাওয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. ওয়াদুদ হোসেন মিন্টু বলেন, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এখন করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গ্রামাঞ্চলের মানুষ সহজে নিবন্ধন করতে পারছেন। তার নিবন্ধন করার পর সাথে সাথে নিবন্ধনের কার্ড প্রিন্ট করে দিচ্ছে।
বৃহস্পতিবার এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ওই দিন ধাওয়া ইউনিয়ন পরিষদের ৯টি ভোটকেন্দ্রে মানুষজনকে টিকার নিবন্ধন করে দেওয়া হয়। পর্যায় ক্রমে এই কার্যক্রম উপজেলার পৌরসভা এবং ৬ টি ইউনিয়নে চলমান থাকবে। শতভাগ মানুষ টিকার আওতায় না আসা পর্যন্ত তাঁদের এই নিবন্ধন কার্যক্রম চলবে।
স্বেচ্ছাসেবী সদস্যদের টিমলিডার আল আমীন বলেন, ‘টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে, নিবন্ধন কার্যক্রম সাথে সাথে আমরা সচেতনতার কাজও করছি আমরা। টিকা নিতে মানুষজনকে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিদিন ৯ টি টিমে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে যুক্ত থাকছেন।’
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এহসাম হাওলাদার বলেন, টিকার জন্য নিবন্ধনের বিষয়টি সাধারণ মানুষের কাছে একটি জটিল বিষয়। নিবন্ধন করতে না পারার কারণে অনেকেই টিকার নিতে পারছেনা। উপজেলার পৌরসভা এবং ৬ টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালান করা হবে। শতভাগ মানুষ টিকার আওতায় না আসা পর্যন্ত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই নিবন্ধন কার্যক্রম চলবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT