সিটি মেয়রের দেড়শ’ সিলিন্ডার বরাদ্ধ সিটি মেয়রের দেড়শ’ সিলিন্ডার বরাদ্ধ - ajkerparibartan.com
সিটি মেয়রের দেড়শ’ সিলিন্ডার বরাদ্ধ

3:50 pm , August 8, 2021

নিজের বেতনের টাকায় মায়ের নামে

বিশেষ প্রতিবেদক ॥ সম্পূর্ণ ব্যক্তিগত অর্থে নগরবাসীর জন্য দেড়শ’ অক্সিজেন ভর্তি সিলিন্ডারের বরাদ্ধ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিসিসি’র নিজের বেতন ভাতার অর্থ দিয়ে তিনি তার মমতাময়ী মা ৭৫ এর শহীদ মাতা মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের নামে জনতার জন্য এই জীবন রক্ষাকারী অক্সিজেন সিলিন্ডার বরাদ্ধ করেছেন। করোনায় আক্রান্ত মুমুর্ষূ রোগীরা বিনামূল্যে এগুলো পাবেন। বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলরের প্রতিটি দপ্তরে ৫ টি করে মোট দেড়শ’ টি অক্সিজেন সিলিন্ডার থাকবে। নিজ নিজ এলাকার করোনা আক্রান্ত মুমুর্ষূ রোগীদের সরবরাহ করবেন কাউন্সিলরগন। বাংলাদেশে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কোন সিটি কর্পোরেশনের নগর পিতার ব্যক্তিগত অর্থায়নে এখন পর্যন্ত এটাই প্রথম জীবন রক্ষাকারী জনদরদী উদ্যোগ। আজ এসব সহায়তা কাউন্সিলরদের দপ্তরে পৌছে যাবার কথা রয়েছে।
করোনা মোকাবেলায় ইতিমধ্যেই বাংলাদেশে এই প্রথম বরিশাল সিটি কর্পোরেশনের নগরবাসীর দুয়ারে করোনা টিকা পৌছে দিতে একই সময় ৩০ টি ওয়ার্ডে টিকা কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই সাথে তিনিই গনটিকা কর্মসূচী সফল করেছেন নগরীতে ৫৪ টি কেন্দ্রের ৬৫ টি বুথের মাধ্যমে। শনিবার এসব কেন্দ্র ও বুথে ১৮ হাজার ২০০ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন করে তিনিই পেরেছেন ৬ ঘন্টায় এই নগরীর ১৮ হাজার ৩৪০ জনকে টিকা দিতে। এর মধ্যে শুধু নারীদের জন্য দুটি পৃথক কেন্দ্রও স্থাপন করা হয়েছে। করোনাকালে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র এমন উদ্যোগ সব মহলে ব্যাপক সাড়া জুগিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT