শেবাচিমে করোনা ওয়ার্ডে সার্বক্ষনিক থাকে না লিফটম্যান ॥ লাশ নামানো নিয়ে ভোগান্তি শেবাচিমে করোনা ওয়ার্ডে সার্বক্ষনিক থাকে না লিফটম্যান ॥ লাশ নামানো নিয়ে ভোগান্তি - ajkerparibartan.com
শেবাচিমে করোনা ওয়ার্ডে সার্বক্ষনিক থাকে না লিফটম্যান ॥ লাশ নামানো নিয়ে ভোগান্তি

3:27 pm , August 1, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে সব সময় লিফটম্যান না থাকার রোগীরলাশ নিচে নামানো নিয়ে ভোগান্তিতে পড়তে হয় সংশ্লিষ্টদের। এমনটাই অভিযোগ করেছেন একাধিকমৃত রোগীর পরিবারের স্বজনরা। গত শনিবার রাতে লিফটম্যানের অভাবে লাশ নামানো নিয়ে ভোগান্তিতে পড়ে মৃত রোগী রওশন বেগমের (৬৫)পরিবার। শনিবার বিকেলে ৫টার দিকে করোনা রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়রওশান বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে করোনা ওয়ার্ডের চারতলায় তারমৃত্যু হয়। ভোর রাতে রওশন বেগমের লাশ নিয়েগ্রামের বাড়ি যেতে চাইলেও লিফটম্যান না থাকার কারনে তার লাশ সহজে নিচে নামানোযায়নি। রবিবার সকাল সাড়ে আটটার দিকে লিফটম্যান এলে রওশন বেগমের লাশ নিয়ে গ্রামেরবাড়ি ফিরে যান তার পরিবার। এ বিষয়ে করোনা ওয়ার্ডের লিফটম্যানের কোন বক্তব্য পাওয়াযায়নি। তবে করোনা ওয়ার্ডের মাষ্টার ফেরদৌস জানান, বিষয়টির খবর নিয়ে আমি দেখছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT