ভরা মৌসুমে ইলিশের দেখা মিলছে না ভরা মৌসুমে ইলিশের দেখা মিলছে না - ajkerparibartan.com
ভরা মৌসুমে ইলিশের দেখা মিলছে না

3:29 pm , July 31, 2021

এম এ তাহের, দৌলতখান ॥ বর্ষার এই ভরা মৌসুম হচ্ছে মেঘনা নদীতে দৌলতখানের জেলেদের ইলিশ শিকারের অন্যতম উপযুক্ত সময়। আর এ বছর ভরা মৌসুমে এসেও দেখা মিলছে না রুপালি ইলিশের। ফলে চরম হতাশা আর ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন দৌলতখানের মেঘনার তীরবর্তী প্রায় ২৩ হাজার জেলে পরিবার। একদিকে করোনাকালীন কঠোর লকডাউন অপরদিকে নদীতে ইলিশের দেখা নাই। এ যেন এই এলাকার জেলেদের জন্য মরার উপর খাড়ার ঘা। বর্ষার এই ভরা মৌসুমে ইলিশের দেখা মিলবে এমন আশা নিয়েই দীর্ঘ প্রায় এক বছর অপেক্ষায় ছিল এই এলাকার জেলেরা। দীর্ঘ দিনের জমানো আশা নিয়ে প্রতিদিনই জাল নৌকা নিয়ে ইলিশের সন্ধানের নদীতে গিয়েও মিলছেনা ইলিশের দেখা। দু-চারটা জাটকা ইলিশ পাওয়া গেলেও তা বিক্রি করে ট্রলারের তেল খরচের টাকাই হচ্ছে না এমনটি বলেছেন অনেক জেলে। এ পরিস্থিতিতে এসে আড়ৎদারের দেনা পরিশোধ তো দূরের কথা জেলেদের প্রতিদিনের সংসার খরচই হচ্ছে না। ফলে দিন দিন ভারী হচ্ছে জেলেদের ঋণের বোঝা। দৌলতখান উপজেলার গুপ্তগঞ্জ বাজার মাছ ঘাটের জেলে সিরাজ মাঝি বলেন, প্রতিদিনই ইলিশ শিকারের আশায় জাল নৌকা নিয়ে নদীতে যাই। নৌকায় ৮ -১০ জন ভাগীদার নিয়ে ঘন্টার পর ঘন্টা ইঞ্জিন চালিত ট্রলার এদিক সেদিক ছুটাছুটি করতে হয়। দু-চারটি জাটকা ইলিশ পাওয়া গেলেও তা বিক্রি করে তেল খরচের টাকা হয় না। একই চিত্র দৌলতখান উপজেলার মেঘনার তীরবর্তী অন্যান্য মাছ ঘাট গুলোতেও। একই ঘাটের আরৎদার মনির হোসেন জানায়,গত বছর এই সময় মেঘনায় জেলেদের জালে অনেক ইলিশ ধরা পড়লেও এ বছর এখনো ইলিশের দেখা মিলছে না।এই অবস্থায় লক্ষ লক্ষ টাকার পুঁজি বিনিয়োগ করেও আড়ৎদারদের এখন মাথায় হাত। জাতীয় মৎস্যজীবী সমিতির দৌলতখান উপজেলা প্রতিনিধি ও দৌলতখান উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক জামাল মেম্বার জানান, নদীতে ইলিশ না থাকায় এখানকার জেলেরা মানবেতর জীবনযাপন করছেন। তবে দৌলতখানের মেঘনায় ইলিশের এই আকালের জন্য কিছু নিষিদ্ধ জালকেই দুষলেন মৎসজীবী সমিতির এ নেতা। দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর হাসনাইন জানান, জলবায়ু পরিবর্তন এবং মেঘনার পানির লবনাক্ততা বৃদ্ধির ফলে এ বছর নদীতে ইলিশ আসতে দেরী হচ্ছে।তবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে আসা করা যাচ্ছে আগস্ট-সেপ্টেম্বরে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে। তবে গত দু- এক দিনে আগের চেয়ে কিছুটা হলেও ইলিশের দেখা মিলছে বলে জানান এ মৎস কর্মকর্তা।জেটের ব্যবস্থা করা যায় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে বলবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT