2:53 pm , July 29, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ পানি ভবনের কনফারেন্স রুমে সকাল ১১ ঘটিকায় মন্ত্রণালয়ের মাসিক এডিপি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এছাড়াও অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক ড. মো: মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।