লঞ্চ-বাস বাদে সবই চলছে লঞ্চ-বাস বাদে সবই চলছে - ajkerparibartan.com
লঞ্চ-বাস বাদে সবই চলছে

3:17 pm , July 28, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কঠোরতম লকডাউনের ৬ষ্ঠ দিনে নগরীতে অবাধে সকল যানবাহন চলাচল করেছে। শুধুমাত্র নগরী থেকে কোন লঞ্চ ও বাস ছেড়ে যায়নি। গতকাল বুধবার নগরীর প্রধান সড়কগুলোতে গণপরিবহণ না চললেও আশপাশের এলাকায় সড়ক দাপিয়ে বেড়িয়েছে। অন্যান্য দিনের তুলনায় বাণিজ্যিক এলাকাগুলোতে জনসাধারণের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। নগরবাসীকে লকডাউনের বিধিনিষেধ মানাতে আইন শৃংখলা বাহিনীসহ জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের দল মাঠে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কঠোরতম লকডাউনের মধ্যে নগরীর প্রধান সড়কগুলো গণপরিবহণ মুক্ত থাকলেও আশপাশের রাস্তায় তা অবাধে চলাচল করেছে। বিভিন্ন এলাকার অলিগলিতে মাস্ক না পরে জনসাধারণকে ঘুরে বেড়াতে দেখা গেছে। বাণিজ্যিক এলাকায় দোকানের দরজা অর্ধেক খুলে বেচাবিক্রি করছেন ব্যবসায়ীরা। নগরীর অন্যান্য এলাকার দোকানপাট সকাল থেকে রাত অবধি খোলা রাখতে দেখা গেছে। আইন শৃংখলা বাহিনীর অভিযান চলাকালে তা বন্ধ করে পালিয়ে গেলেও চলে যাওয়ার পর ফের দোকানের কার্যক্রম চালু করছেন বিক্রেতারা। কঠোরতম লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT