প্রিমিয়ার ব্যাংককে প্রেসক্লাবের চিঠি! প্রিমিয়ার ব্যাংককে প্রেসক্লাবের চিঠি! - ajkerparibartan.com
প্রিমিয়ার ব্যাংককে প্রেসক্লাবের চিঠি!

3:41 pm , July 19, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বিগত ২০২০ সালের ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল (তিন মাসের) বিদ্যুৎ বিল দি প্রিমিয়ার ব্যাংক এর মাধ্যমে পরিশোধ করা হলেও তা বিদ্যুৎ বিভাগে জমা হয়নি। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, গত ২ মার্চ ২০২১ তাদের অফিস সহকারী বিদ্যুৎ বিলের কপি নিয়ে প্রিমিয়ার ব্যাংক শাখায় যায়। সেখানে ২০২০ সালের ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল ৮ হাজার ২৮৩ টাকা জমা দিতে গেলে ঐ ব্যাংকের ক্যাশিয়ার তা গ্রহন করে বিদ্যুৎ বিলের গায়ে ব্যাংকের জমা সিল দিয়ে প্রেসক্লাবের অফিস সহকারীকে গ্রাহক কপি ফেরত দেন। অফিস সহকারী বিলের কপি এনে প্রেসক্লাবের ফাইলে রেখে দেয়। কিন্তু এপ্রিল ২০২১ সালের বিদ্যুৎ বিলের সাথে বিগত মাসে পরিশোধকৃত বিলও বকেয়া দেখানো হলে প্রেসক্লাব কর্তৃপক্ষ ব্যাংকে যোগাযোগ করে। এ সময় ব্যাংক থেকে বিষয়টি দেখা হবে বলে জানান হয়। কিন্তু ক্লাবের বিদ্যুৎ বিলের খাতে তারা কোন টাকা জমা দেয়নি।ফলে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সিদ্ধান্তমতে গতকাল সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ স্বাক্ষরিত একটি পত্র প্রিমিয়ার ব্যাংকে দেয়া হয়। সেখানে দ্রুত বিদ্যুৎ খাতের ৮২৮৩ টাকা পরিশোধ করার জন্য প্রিমিয়ার ব্যাংককে অনুরোধ করা হয়েছে। নতুবা প্রেসক্লাব আইনগত ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়েছে ঐ পত্রে।
একাধিক বিশস্ত সুত্র জানায়,প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখার অনিয়ম ও দুর্নীতি নতুন নয়। এর আগে বরিশালের এক শিল্পপতির একাউন্ট থেকে ২ কোটি টাকা আত্মসাত করে ততকালীন ম্যানেজার ও কয়েকজন কর্মীরা।এ ঘটনায় কয়েকজনকে শাস্তিমুলক বদলীও করা হয়।এছাড়াও প্রিমিয়ার ব্যাংকে টাকা জমা দিলে সময়মত গ্রাহক একাউন্টে জমা না হওয়া,ব্যাংকের ভিতরে বসে দালাল চক্র কর্তৃক গ্রাহকদের টাকা নিয়ে চম্পট দেয়ার মত ঘটনাও রয়েছে। এ বিষয়ে জানতে প্রিমিয়ার ব্যাংকের শাখা ব্যাবস্থাপক এর মুঠোফোন এ একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT