পশু কোরবানীর জন্য নগরীতে ১৪২ স্থান নির্ধারন পশু কোরবানীর জন্য নগরীতে ১৪২ স্থান নির্ধারন - ajkerparibartan.com
পশু কোরবানীর জন্য নগরীতে ১৪২ স্থান নির্ধারন

3:38 pm , July 19, 2021

৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারনের নির্দেশ সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৩০ টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২ টি স্থান নির্ধারণ করা হয়েছে। একই সাথে পরিচ্ছন্নতা বিভাগের ১ হাজার কর্মী বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ও ভেটেনারী সার্জন চিকিৎসক রবিউল ইসলাম। তিনি বলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশনা ৎঅনুযায়ী ওয়ার্ডগুলোতে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ড বড় হলে সেখানে নির্ধারিত স্থানের সংখ্যা বাড়ানো হয়েছে। আর প্রতিটি নির্ধারিত স্থানে কোরবানির পশুর বর্জ্য ভরে রাখতে পর্যাপ্ত ব্যাগ ও জবাইয়ের স্থান জীবানুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার দিয়ে দেয়া হচ্ছে।
ডা. রবিউল ইসলাম বলেন, কোরবানির দিন বেলা ২ টা থেকে ৬ ঘন্টার টার্গেট ঘোষনা করা হয়েছে। এরমধ্যে নগরীর ৩০ টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। এক্ষেত্রে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের পাশাপাশি পানি শাখার কর্মীরা কাজ করবেন। এদিকে নগরবাসী যারা নির্ধারিত স্থানে পশু কোরবানি না করে পরিবেশের বিনষ্ট না করে তাদের নিজ দায়িত্বে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহবান জানানো হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা কাজের ধারাবাহিকতায় সেখান থেকে বর্জ্য অপসারণ করবে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT