3:07 pm , July 19, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ৭ ফার্মেসী থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার পরিচালিত অভিযানে তাদের সহায়তা করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ( এপিবিএন)। তারা জানিয়েছে, ভোক্তা সংরক্ষন আইনে মোট ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা দেয়া প্রতিষ্ঠান হলো- আরাফাত মেডিকেল হল, খান ড্রাগ হাউজ, শামিম মেডিকেল, এস রহমান মেডিকেল, ঔষধ বিতান, জনতা মেডিকেল হল ও হাওলাদার হোটেল।