তিনদিনব্যাপি অনুষ্ঠান প্রচার করবে বেতারের বরিশাল কেন্দ্র তিনদিনব্যাপি অনুষ্ঠান প্রচার করবে বেতারের বরিশাল কেন্দ্র - ajkerparibartan.com
তিনদিনব্যাপি অনুষ্ঠান প্রচার করবে বেতারের বরিশাল কেন্দ্র

3:32 pm , July 18, 2021

ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র তিন দিনব্যাপী নানা আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে গীতিনক্শা, আলোচনা, সাক্ষাৎকার, নাটক, ঈদ আড্ডা, রান্না-বান্না, ম্যাগাজিন এবং সঙ্গীতানুষ্ঠান। ঈদের দিন সকাল ৬ টা ৪০ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’ প্রচার হবে। ৬ টা ৫০ মিনিটে সঠিকভাবে কুরবানীর পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কথিকা তুলে ধরা হবে। সকাল ৬ টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘ঈদের গান’। বিকেল ৫ টা ১৫ মিনিটে গীতিনক্শা ‘ত্যাগের সাধনায় ঈদুল আযহা’ প্রচারিত হবে। বিকেল ৫ টা ৪৫ মিনিটে ‘ঈদের গান’ ও জারি গান হবে। রাত সোয়া ১০টায় বিশেষ বেতার বিবরণী হবে। রাত সাড়ে ১০ টায় আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল আযহার তাৎপযর্’ অনুষ্ঠিত হবে। ঈদের ২য় দিন সকাল সাড়ে ৭টায় ছায়াছবির গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান ‘রূপালী ঈদ’ প্রচার হবে। সকাল সাড়ে ৯টায় ঘোষক/ঘোষিকাদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান ‘ত্যাগের আনন্দ’ হবে। সকাল সোয়া দশটায় আলোচনা অনুষ্ঠান কোভিড-১৯ এবং ইসলামের দৃষ্টিতে পরিস্কার পরিচ্ছন্নতা অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১০ টায় গীতিনক্শা ‘ত্যাগের মহিমায় ভাস্বর এই দিন’, বিকেল সাড়ে ৪ টায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’, বিকেল সোয়া ৫ টায় সাংবাদিকদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’ ; বিকেল পৌনে ৬টায় ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘ঝংকার’; সন্ধ্যে ৬ টা ২০ মিনিটে কুরবানী পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথিকা; রাত সোয়া ৯ টায় পবিত্র ঈদুল আযহায় পরিমিত খাবার গ্রহণের গুরুত্ব নিয়ে কথিকা; রাত ১০ টায় নির্বাচিত গানের গ্রন্থিত অনুষ্ঠান ‘সুরঞ্জনা’ ও রাত সাড়ে ১০ টায় হবে রান্নার অনুষ্ঠান “রান্না ঘর’। ঈদের ৩য় দিন সকাল পৌনে আটটায় ঈদের গান ‘ত্যাগের মহিমায়’, সকাল পৌনে ৯টায় পবিত্র ঈদুল আযহার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথিকা ; সকাল পৌনে দশটায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘সিম্ফনি’ ; সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোরদের মধ্যে পবিত্র ঈদুল আযহার শিক্ষা প্রদান; বিকাল সাড়ে চারটায় মিনিটে তরুণদের অংশগ্রহণে ‘ঈদ হৈ চৈ’ ; বিকেল সোয়া পাঁচটায় নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’; বিকেল পৌনে ছয়টায় জরুরী সেবা কাজে নিয়োজিত বক্তিবর্গের অংশগ্রহণে প্রামাণ্য প্রতিবেদন ‘পেশাজীবীদের ঈদ’ ; রাত ১০ টায় নাটক ‘বাদশা বেগম’। এছাড়া পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হওয়ার পূর্ব থেকেই ঈদুল আযহা উদ্যাপনকালীন করোনা মোকাবেলায় সতর্কতামূলক ফেসবুক লাইভ ফোন-ইন অনুষ্ঠান এবং করোনায় স্বাস্থ্যসম্মত উপায়ে ঈদ উদ্যাপনের জন্য সেলিব্রেটি কল হিসেবে বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারের বক্তব্য প্রতিদিন প্রচারিত হচ্ছে এবং ঈদের পরেও প্রচারিত হবে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ২৩৩.১০ মিটার (১২৮৭ কিলোহার্জ), এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে। খবর বিজ্ঞপ্তির

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT