3:17 pm , July 18, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বেলা বারোটার দিকে হাসপাতালের বহি.র্বিভাগ থেকে ওই নারীকে আটক করা হয়। আটককৃত নারীর নাম আয়েশা বেগম (২৫)। সে বাকেরগঞ্জ উপজেলার বিহংগল গ্রামের বাসিন্দা মোঃ মেহেদীর মেয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা বারোটার দিকে দুই নারী প্যাথলজি বিভাগে আসে রক্ত পরীক্ষার জন্য। এ সময় কৌশলে ওই নারী ছিনতাইকারী তাদের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে হাসপাতালের অন্য রোগী ও স্বজনরা এগিয়ে আসলে ওই নারী ছিনতাইকারীকে নগর বিশেষ গোয়েন্দা শাখার সদস্যরা আটক করে। হাসপাতালে সেবা নিতে আসা দুই নারী হলেন- নলছিটি উপজেলার রোকসানা ও বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের সাবিকুন্নাহার ইতি।
নগর বিশেষ গোয়েন্দা শাখার সদস্য মোঃ সগীর হোসেন জানান হাসপাতালে পরীক্ষা করতে আসা দুই রোগীর মোবাইল কৌশলে নিয়ে যায় ওই নারী ছিনতাইকারী। পরে তাকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও ১টি সীম এবং ১১ হাজার টাকা উউদ্ধার করা হয়।