বরিশালে করোনা পরিস্থিতি পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠন বরিশালে করোনা পরিস্থিতি পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠন - ajkerparibartan.com
বরিশালে করোনা পরিস্থিতি পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠন

3:48 pm , July 15, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কোভিড ১৯ পরিস্থিতি পর্যালোচনার জন্য দেশের সকল বিভাগে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গঠিত এ টাস্ক ফোর্সের কাজ হচ্ছে করোনা রোগীর হ্রাস বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করা। বরিশাল বিভাগে টাস্কফোর্সের আহবায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মোঃ অলিউল্লাহকে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। বরিশাল গনপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।
এ বিষয়ে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। প্রতি মূহুর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যে কোন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT