পুরনো ব্যস্ততায় নগরী পুরনো ব্যস্ততায় নগরী - ajkerparibartan.com
পুরনো ব্যস্ততায় নগরী

3:47 pm , July 15, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এ ছাড়া শপিংমল ও দোকানপাট খুলেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীতে বিভিন্ন জায়গায় অফিসগামীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। রাস্তাগুলোতে ছিল প্রচুর যানবহন। বিভিন্ন দোকানপাট খুলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খোলা হয় শপিংমলগুলোও।বাস টার্মিনাল ও লঞ্চঘাটে যাত্রীচাপও চোখে পড়ার মতো। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে ১৭ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে বুধবার মধ্যরাত থেকে চলতে শুরু করে গণপরিবহন। সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে ঈদকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একই সঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। আগামী বুধবার (২১ জুলাই) বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।এদিকে শপিংমল খুলে দেওয়া হলেও খুশি নন ব্যবসায়ীরা। ঈদের একেবারে শেষ মুহূর্তে এসে শপিং খুলে দিলেও এটি তাদের জন্য খুব বেশি মুনাফা বয়ে আনবে বলে মনে করছেন না তারা।করোনাভাইরাস সংক্রমণের দেড় বছরের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দেখছে দেশ। মহামারির লাগাম টানতে না পেরে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন দেয় সরকার।প্রথমে সাত দিনের লকডাউন দিলেও সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়, যা শেষ হয় বুধবার (১৪ জুলাই) মধ্যরাতে।তবে আগামী বুধবার (২১ জুলাই) ঈদ শেষে আবার শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই সময়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব মোতায়েন থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন, অফিস, শপিংমল, কলকারখানা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT