3:26 pm , July 15, 2021
নগরীতে বাড়ানো হয়েছে ট্রাকের সংখ্যা
নিজস্ব প্রতিবেদক ॥ চলমান লকডাউন ও ঈদ উল আযহাকে সামনে রেখে নগরীতে বেড়ে চলছে টিসিবির পন্যের চাহিদা। ট্রাক দেখা মাত্রই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। মানুষের এই চাহিদা সামলাতে হিমশিম খাচ্ছে টিসিবি কর্তৃপক্ষ। নগরীতে চাহিদা বেশী থাকায় ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে। ৪ টি ট্রাক দিয়ে শুরুতে নগরীতে পন্য বিক্রি শুরু করলেও এখন ৬ থেকে ৭ টি ট্রাকে বিক্রি হচ্ছে পন্য। তবে পণ্যের পরিমান বাড়ানো হয়নি। টিসিবির আঞ্চলিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রতিটি ট্রাকে ৪’শ কেজি চিনি, ৫’শ কেজি মশুর এবং ১ হাজার লিটার সয়াবিন তেল দেওয়া হচ্ছে। আগামী ১৮ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে ২৬ জুলাই থেকে শুরু হয়ে ২৮ আগস্ট পর্যন্ত একটানা চলবে টিসিবির পন্য বিক্রি।