3:46 pm , July 14, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চার ইউপির নির্বাচিত ৪৮ সাধারন ও সংরক্ষিত সদস্যদের (মেম্বার) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল সদরের ৪ টি ইউনিয়নের ৩৬ জন সাধারণ ও ১২ জন সংরক্ষিত সদস্যসহ মোট ৪৮ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নানসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ পাঠ করানোর আগে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। একই সাথে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের প্রতি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। একই সাথে জনগনের সেবায় সঠিক ভাবে নিজেদের কাজ করার জন্য এবং দায়িত্ব পালনের প্রতি সজাগ দৃস্টি দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।