3:25 pm , July 13, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশের মতো নগরীতে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনার প্রতিষেধক টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর নগরীর আরও নতুন দুইটি কেন্দ্রে এক সঙ্গে টিকা দান কর্মসূচি শুরু হয়। এখন থেকে নগরবাসী ৬টি কেন্দ্রে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া করোনা মহামারি থেকে রক্ষা পেতে টিকার বিকল্প নেই। টিকা শুধু ওই গ্রহণকারী ব্যক্তিকেই নয়, তার আশপাশে থাকা অন্যদেরও স্বাস্থ্য সুরক্ষা দেয়। সবাইকে অনুরোধ করবো নিবন্ধন করে যথাসময় কেন্দ্রে এসে টিকা গ্রহণ করে নিরাপদ থাকতে ও অন্যকে নিরাপদ রাখতে। তিনি আরও বলেন, নগরীর সংক্রমণের হার লাগাম টানতে নগরীর ৩০টি ওয়ার্ডেই টিকা প্রদান কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যাপ্ত টিকার ডোজ পেলে ঈদের পর নগরীর বাকি ২৬ ওয়ার্ডেও টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. তৈয়বুর রহমান এবং সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সরবরাহে সল্পতার কারণে বরিশাল সিটি কর্পোরেশন ৬টি টিকা কেন্দ্র থেকে মডার্নার টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। টিকা সরবরাহ বৃদ্ধি পেলে নগরবাসীর সুবিধার্থে ৩০টি ওয়ার্ডেই বুথ স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে যে ৬টি টিকা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন নগরবাসী । সেগুলো হলো আমানতগঞ্জ এলাকার হলিং বেরি রেড ক্রিসেন্ট হাসপাতাল, বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়ার নগর মাতৃসদন কেন্দ্র, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর সংলগ্ন অ্যানেক্স ভবন এবং নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। টিকার রেজিস্ট্রেশন যে কেন্দ্রেই হোক নগরবাসীকে নিকটস্থ যেকোনো কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। উল্লেখ্য সিটি এলাকায় এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ডোজ টিকা এসেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র।