আর্জেন্টিনার বিজয়ে উল্লাস-আনন্দ মিছিল আর্জেন্টিনার বিজয়ে উল্লাস-আনন্দ মিছিল - ajkerparibartan.com
আর্জেন্টিনার বিজয়ে উল্লাস-আনন্দ মিছিল

3:17 pm , July 11, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ কোপা-আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে উৎসব-আনন্দ মিছিল করেছে সমর্থকরা। রোববার সকাল ৬টায় শুরু হওয়া ফাইনালে ১-০ গোলে ব্রাজিল পরাজিত হলে উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনার সমর্থকরা। বাঁধ ভাঙা উল্লাসে নগরীতে বের করে আনন্দ মিছিল। এলাকার বাসাবাড়ি ও ক্লাবে খেলা উপভোগ শেষে করা হয়েছে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে ফুটবল প্রেমিদের দখলে। ভোরে নগরীর কাউনিয়া ৩ নম্বর ওয়ার্ডের শিশু-কিশোররা জড়ো হয়ে একটি দোকানের সামনে খেলা দেখার আয়োজন করে। এসময় উপস্থিত সকল বয়সের মানুষ একত্রিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে আর্জেন্টিনার বিজয় হওয়ায় পতাকা নিয়ে উল্লাসে মেতে উঠে সমর্থকরা। তারপর নগরীতে বিজয় মিছিল বের করে। যা ওই ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়। এমনিভাবে নগরীর একাধিক স্থানে একত্রিত হয়ে ফুটবল খেলা উপভোগ করেছেন সমর্থকরা। এসময় ঘরোয়া ভাবে পিকনিকের আয়োজনও করা হয়েছে। আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা একত্রে নগরীর বিভিন্ন বাসাবাড়ি-ক্লাবে খেলা দেখলেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT