কুয়াকাটায় সেনাবাহিনীর খাদ্য বিতরণ কুয়াকাটায় সেনাবাহিনীর খাদ্য বিতরণ - ajkerparibartan.com
কুয়াকাটায় সেনাবাহিনীর খাদ্য বিতরণ

2:54 pm , July 7, 2021

কুয়াকাটা প্রতিবেদক ॥ সমুদ্রে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন ৫০ জেলে পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লীর জেলেদের বাড়ি বাড়ি গিয়ে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের ৭তম পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা এসব সহায়তা পৌঁছে দেন। লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম (পিএসসি) উপস্থিতিতে সেনা সদস্যরা প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি সয়াবিন ও ১ কেজি লবন বিতরণ করেন। লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে এ ধরণের সহায়তা অব্যহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT