কাঠালিয়ায় সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের কাঠালিয়ায় সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের - ajkerparibartan.com
কাঠালিয়ায় সদ্য নির্মিত সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

1:33 pm , July 6, 2021

পরিবর্তন ডেস্ক ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি বাড়ির নতুন সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম মজলু মিয়া ও আসাদুল হক।পুলিশ ও স্থানীয়রা জানান, চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আলতাফ হোসেনের মহিষকান্দি গ্রামের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়।মঙ্গলবার সকালে ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খোলার কাজ করছিলেন মহিষকান্দি গ্রামের মজলু মিয়া ও তেয়ারিপুর গ্রামের আসাদুল হক নামের দুই শ্রমিক। ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের উদ্ধার করতে গিয়ে আরো এক শ্রমিক অসুস্থ হয়।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT